ভাইস-চেয়ারম্যানের বক্তব্য

ঝুমুর কর্মকার

ভাইস-চেয়ারম্যান

"

প্রিয় চালক সম্প্রদায় ও সুধী,

প্রিয় চালক ভাই ও বোনেরা,

ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের দেশের পরিবহন ব্যবস্থার প্রাণশক্তি হলেন আপনারা—চালক সম্প্রদায়। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত আপনারা পরিশ্রম করেন, মানুষ ও পণ্যকে এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে পৌঁছে দেন। আপনাদের অক্লান্ত শ্রম ও ত্যাগ ছাড়া আমাদের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, এমনকি আমাদের দৈনন্দিন জীবনযাত্রাও অচল হয়ে পড়ত।

কিন্তু বাস্তবতা হলো, চালক সমাজ প্রায়ই তাদের ন্যায্য অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত হয়। কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা, স্বাস্থ্যসেবার অভাব, দুর্ঘটনার ঝুঁকি এবং সামাজিক অবহেলা—এসবই চালকদের জীবনের একটি কঠিন অংশ। আমরা চাই এই বাস্তবতাকে পরিবর্তন করতে, আপনাদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে।

ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই হলো চালকদের পাশে দাঁড়ানো। আমাদের কার্যক্রমের মধ্যে রয়েছে—বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি, স্বাস্থ্যসেবা সহায়তা, আইনগত পরামর্শ, আর্থিক ও সামাজিক সহায়তা এবং সড়ক নিরাপত্তা সচেতনতা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষিত, প্রশিক্ষিত ও সচেতন চালক সমাজ গড়ে তুলতে পারলেই আমরা একটি নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে পারব।

প্রিয় চালক ভাই ও বোনেরা, আপনাদের অবদান দেশের অগ্রগতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই আপনাদের মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি—এই ফাউন্ডেশনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিন, একে আরও শক্তিশালী করে তুলুন এবং একসাথে কাজ করে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করুন।

আসুন, আমরা সবাই মিলে “সুরক্ষিত চালক, নিরাপদ সড়ক” এই স্লোগানকে বাস্তবে রূপ দিই। সংগঠিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই আমরা একটি উন্নত, নিরাপদ ও সম্মানজনক চালক সমাজ গড়ে তুলতে সক্ষম হবো।

শুভকামনায়,

ঝুমুর কর্মকার
ভাইস চেয়ারম্যান
ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন